• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

শাহ আমানত বিমানবন্দরে রোহিঙ্গা সন্দেহে ১৬ জন আটক


প্রকাশিত: ৬:১২ পিএম, ১৮ জানুয়ারী ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

চট্টগ্রাম প্রতিনিধি  :  চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে ১৬ Rজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় তাঁদের আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, আটক ১৬ জন এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে মধ্যপ্রাচ্য যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে বোর্ডিং পাস নিতে লাইনে দাঁড়ালে সন্দেহ হওয়ায় নাম-ঠিকানা জানতে চান ইমিগ্রেশন পুলিশ। সঠিক ঠিকানা যথাযথভাবে বলতে না পারায় তাঁদের মিয়ানমারের বাসিন্দা বলে সন্দেহ করা হচ্ছে। আটক দুজনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেফাজতে ও বাকিদের পতেঙ্গা থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। কারো পরিচয় জানা যায়নি।