• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

শহীদ মিনারে থাকবে ৩ স্তরের নিরাপত্তা: বেনজীর আহমেদ


প্রকাশিত: ৭:৫৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

111
স্টাফ রিপোর্টার  : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, মহান ২১ শে ফেব্রুয়ারির নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনারকে পাঁচটি সেক্টরে ভাগ করে তিনস্তরে নিরাপত্তা দেওয়া হবে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বেনজীর আহমেদ বলেন, ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে ঢাকা ও সাভারের বেশকিছু সন্দেহভাজন স্থানে অভিযান চালিয়েছে র‌্যাব। এছাড়া শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করছে। থাকবে র‍্যাবের মোবাইল কোর্ট, ডগ স্কোয়াড ও ক্লোজসার্কিট টেলিভিশন (সিসিটিভি) । নিরাপত্তাব্যবস্থার জন্য শহীদ মিনারে প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট বসানো থাকবে।

এবারের ২১ ফেব্রুয়ারিতে কোনো ধরনের হুমকি আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেনজীর জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, সম্ভব্য হুমকিগুলোকে সব সময় বিশ্লেষণ করা হয় এবং তার ভিত্তিতেই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সবদিক মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সঙ্গে সমন্বয় করেই কাজ করবে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।