• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

র‌্যাবের উদ্যোগে বালাশীঘাটে স্বরাষ্ট্রমন্ত্রীর কম্বল বিতরণ


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ৭ জানুয়ারী ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৮০ বার

গাইবান্ধা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে বিভিন্ন চরাঞ্চলের মানুষের মধ্যে কম্বল বিতরণকালে বলেছেন, সাইবার অপরাধ এখন একটি বড় চ্যালেঞ্জ। সে লক্ষ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতি নিয়েছে। সাইবারসহ সব ধরনের অপরাধ নির্মূলে কাজ করছে সরকার। সেইসঙ্গে যেভাবে দেশজুড়ে জঙ্গি তৎপরতা দমন করা হয়েছে, ভবিষ্যতে জঙ্গিদের আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যাব-১৩-এর আয়োজনে র‌্যাব সেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা এটুকুই বলব, যুগের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ট্রেনিং থেকে শুরু করে দক্ষতার সঙ্গে সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করে যাচ্ছি। জঙ্গিরা সব সময় আমাদের দেশকে অচল করার জন্য তাদের একটি লক্ষ্য রয়েছে, যদিও জনগণের কোনো সমর্থন তাদের নেই। জনগণ তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। তার পরও তারা নানানভাবে এ প্রচেষ্টা রাখছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে রেখেছে। এবং তারা আর কোনো জায়গায়-ই এই ধরনের ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে।

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, গাইবান্ধা-৩ আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতি, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তাফা সারওয়ারসহ অন্যরা।
আলোচনা শেষে র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চলের মানুষের মধ্যে আট হাজার কম্বল বিতরণ করা হয়।