• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

রাজাকার স্বাধীনতাবিরোধী ক্ষোভ আছে পাটের ওপর-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৬:৪৩ পিএম, ৯ মার্চ ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

স্টাফ রিপোর্টার  ;  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধীদের ক্ষোভ আছে পাটের ওপর, jute-www.jatirkhantha.com.bdতাই তারা এ খাতের উন্নয়ন না করে ধ্বংস করেছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের নির্দেশনায় চারদলীয় জোট সরকার দেশের পাটকলগুলো বন্ধ করে পাট রপ্তানির সিদ্ধান্ত নেয়। হত্যা করে আন্দোলনরত শ্রমিকদের। তিনি বলেন, তাঁর সরকারের উদ্যোগের ফলেই পাটের সোনালি দিন ফিরে এসেছে।

এখন গবেষণার মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের বহুমুখীকরণ করার তাগিদ দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘৯৬ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকার সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। যার অংশ হিসেবে দেশব্যাপী পাট দিবস এবং পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে।’

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রমাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বক্তৃতা করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাট খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন। পাট বিষয়ে সারা দেশে আয়োজিত রচনা প্রতিযাগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।