• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

রাজধানীতে শুরু হচ্ছে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত অভিযান-তীব্র প্রতিক্রিয়া ফুটপাত ব্যবসায়ীদের


প্রকাশিত: ১:৪২ পিএম, ৩১ মে ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭৫ বার

Footpath-dhakaস্টাফ রিপোর্টার.ঢাকা: রাজধানীকে যানজট মুক্ত করতে সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হচ্ছে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত অভিযান। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ফুটপাত ব্যবসায়ীদের।

নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, নগরী যানজটমুক্ত করতে ঘোষণা দিয়ে উচ্ছেদের পরিবর্তে সমঝোতার ভিত্তিতে সুষ্ঠু ব্যবস্থাপনাই বেশী কার্যকর হবে।

প্রবেশ বন্ধ। বাজার বসেছে রকমারি পণ্যের। উদ্বোধনের পর থেকেই অবৈধ দখলে যাওয়া গুলিস্তান ফ্লাইওভারের নিচের সড়কে যান চলাচল প্রায় বন্ধ।

ফার্মগেট, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা দখল করে ফুটপাত বসায় তীব্র যানজটসহ নানা সমস্যায় নগরবাসী। কাল থেকে সিটি করপোরেশনের রাস্তাসহ ফুটপাত দখলমুক্ত করার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ফুটপাত ব্যবসায়ীদের।

যে কোন মূল্যে রাস্তা দখলমুক্ত করে পর্যায়ক্রমে যানজটের স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার সিটি করপোরেশনের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেকোনো মূল্যে রাস্তা দখলমুক্ত করবো। পরবর্তীতে ফুটপাত থেকেও কিভাবে দোকান সরানো যায় সেটি চিন্তা ভাবনা করবো।’

ঘোষণা দিয়ে উচ্ছেদের পরিবর্তে সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি হকারদের সাথে সমঝোতার মাধ্যমে সমস্যা নিরসনের দিকে জোর দিলেন নগর পরিকল্পনাবিদরা।

নগরবিদ নুরুল ইসলাম নাজেম বলেন, ‘আমরা তাদের উচ্ছেদ চাই না। আমরা তাদের নিয়ন্ত্রের ভিতরে নিয়ে আসার দাবি করি। পুলিশ প্রশাসনের সহায়তায় হকারদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটি সফল করতে সিটি করপোরেশনের সহয়তারও প্রয়োজন।’

বিভিন্ন অবৈধ সুবিধাভোগী মহলকে নিয়ন্ত্রণসহ প্রশাসনের সৎ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীকে ধীরে ধীরে যানজটমুক্ত করা সম্ভব বলেও আশাবাদ নগরবিদদের।