রাজধানীতে বাবা-ছেলেকে দুর্বৃত্তদের গুলি
স্টাফ রিপোর্টার :
রাজধানীর মতিঝিলে বাবা ও ছেলেকে গুলি ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল হক (৫০) ও তার ছেলে ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল হক অপু (৩৫)।
গুলিবিদ্ধ বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শামসুল হক জানান, মঙ্গলবার অফিস শেষে তিনি ও তার ছেলে আশরাফুল হক অপু মতিঝিল থেকে সবুজবাগের পূর্ব বাসাবো পাটোয়ারি গলির নিজ বাসার উদ্দেশে রিকশাযোগে রওনা হন।
রিকশাটি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছতেই দুই মোটরসাইকেলে করে ৪-৫ জন দুর্বৃত্ত এসে তাদের ওপর গুলিবর্ষণ করে।শামসুল হক আরও জানান, এতে তার হাটুর ওপরে এবং অপুর পিঠে গুলি লাগে। এসময় তার পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে পথচারীরা রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।মতিঝিল থানার ওসি (তদন্ত) মো. গোলাম রাব্বানী জানান, এটা ছিনতাইয়ের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জের তা খতিয়ে দেখা হচ্ছে।