রাজধানীতে আ’লীগের মধুকুঞ্জ ক্যাসিনাতে মদের ফোয়ারা
বিশেষ প্রতিনিধি : কয়েক আওযামী লীগ নেতাদের মধুকুঞ্জ ও ক্যাসিনাতে মদের ফোয়ারায় তোলপাড় অবস্থা চলছে রাধানীর উত্তরা ও গুলশানে। ইতিমধ্যে রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কিন্তু উত্তরার চেয়ে গুলশানে স্পা সেন্টার, গেস্ট হাউজ হোটেল ও অবৈধ বারের সঙ্গে ক্যাসিনো বানিজ্যে রমরমা চললেও আইন শৃঙ্খলা বাহিনী রহস্যজনক কারণে সেখানে অভিযানে উৎসাহ দেখাচ্ছেনা বলে অভিযোগ করেছেন সরকারি ঘরানার ঘনিষ্ঠ লোকজন। তারা বলছেন, গুলশানে সবাই জানে কোথায় চলছে ক্যাসিনো বারের রমরমা ব্যবসা। ওপর মহলের ইশারা না হওয়ায় কেই অভিযান চালানোর সাহস পাচ্ছে না।
যাহোক রোববার (২৮ মার্চ) রাতে উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই অভিযানে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।
র্যাব জাতিরকন্ঠ কে জানিয়েছে, উত্তরার ১০ নম্বর সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নম্বর হাউসের, ২৩/২৪ নম্বর রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রবিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচজন তরুণী এবং ২৬ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।