• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

রাঘববোয়াল গডফাদার বহাল তবিয়তে’ই-টেকনাফে ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৩ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

টেকনাল সংবাদদাতা  :  টেকনাফে এবার স্মরণকালের বৃহৎ ইয়াবার চালান ধরা পড়লেও 1রাঘববোয়াল গডফাদার রয়েছে বহাল তবিয়তে’ই। সকালে কক্সবাজারের টেকনাফ থেকে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য ১৭ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ সৈকত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারে খবর পেয়ে টেকনাফ সৈকত এলাকায় বিজিবির একটি টিম অবস্থান নেয়। এ সময় টেকনাফ সৈকতে একটি ট্রলারে এসে পৌঁছলে বিজিবি সদস্যরা তাদেরকে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ইয়াবা পাচারকারীরা ট্রলার ফেলে অন্য আরেকটি ট্রলারে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।