• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

‘রাইতে শান্তিতে ঘুমাতি পারবোনে’


প্রকাশিত: ১০:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

কুষ্টিয়া প্রতিনিধি : সত্তোর্ধ সামেলা বেওয়া। শহরের সুখনগর বস্তি এলাকার বাসিন্দা তিনি। বিধবা মেয়ে ও নাতনীদের নিয়ে খুপড়ি ঘরে বসবাস করেন তিনি।শুক্রবার সকালে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে আবেগে আপ্লূত হয়ে বলে উঠলেন শীতের সময় এই কম্বল গায়ে দিয়ে আরাম পাবো।কম্বল পেয়ে তিনি বলেন, আজকে কম্বলডা পায়ে রাইতে শান্তিতে ঘুমাতি পারবোনে। আল্লাহ তোমারে ভালো করবে।’দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এবং কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে জেলার বিভিন্ন  উপজেলায় দুস্থ ২০০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।সকালে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার। মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি।

বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। দিন যতোই যাচ্ছে ততই শীত বাড়ছে। যাদের শীত নিবারনের ব্যবস্থা নেই। তাই বসুন্ধরা গ্রুপের উপহার শীতার্তদের জন্য কম্বল সবার উপকারে আসবে বলেও জানান তিনি। কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসন্ধুরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্যারের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা সারাদেশে দেড় লাখ কম্বল বিতরণ করছি। যাতে শীতার্ত মানুষগুলোর কষ্ট একটু হলেও লাঘব হয়। বসুন্ধরা গ্রুপের এই উপহার কুষ্টিয়ার ২ হাজার মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে শুভসংঘের মাধ্যমে মানবিক সকল কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।