• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একসঙ্গে জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করবে-নিশা দেশাই


প্রকাশিত: ৪:৩৭ পিএম, ৪ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

বিশেষ প্রতিবেদক   :  দেশজুড়ে চলমান হত্যাকাণ্ড ও জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করার বিষয়ে প1ররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে একথা জানান নিশা দেশাই।
সফররত নিশা দেশাই পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠক করেছেন।

তাদের মধ্যকার বৈঠকে দেশে নিরাপত্তা নিশ্চিতকরণ ইস্যুসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়গুলো উঠে এসেছে বলে জানা যায়।