• বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি..


প্রকাশিত: ৮:২৪ পিএম, ২৮ জুলাই ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯৬ বার

new-born-www.jatirkhantha.com.bd জেলা প্রতিনিধি.মাগুরা:  মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক কানিজ হাসিনা জানান, বিভাগ প্রধান আশরাফুল ইসলাম কাজলকে প্রধান করে চার বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে এ বোর্ড গঠন করা হয়।

গত বৃহস্পতিবার, মাগুরার দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সন্তানসম্ভাবা নাজমা বেগম। এতে তার গর্ভের শিশুটিও গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা শিশু জন্ম দেন নাজমা। নাজমার অবস্থার উন্নতি হলেও নবজাতকের অবস্থার অবনতি ঘটে। শিশুর শরীরের চার জায়গায় গুলি লাগায় তাকে, রোববার, ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ মমিন ভূঁইয়া। শিশুটির বাবা মোহাম্মদ বাচ্চু ভূঁইয়া মাগুরা থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।