• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

মোটা নারী-পুরুষ এর ঝটপট ওজন কমানোর নয়া কৌশল-


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ জানুয়ারী ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯৭ বার

mota-2mota-www.jatirkhantha.com.bd  ডেস্ক রিপোর্ট:  

যাদের ওজন স্বাভাবিকের তুলনায় একটু বেশি তাদের সাধারণভাবেই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে নিজেদের ওজন কমিয়ে নিয়ে আসার। সেকারণে প্রয়োজন অনুযায়ী যা করার তা করতে অনেকেই প্রস্তুত হয়ে যান।

কিন্তু সমস্যা হয় তখনই যখন অনেকদিন ধরে একই নিয়ম মেনে চলতে হয়। একই ডায়েট একইভাবে ব্যায়াম করতে করতে বিরক্ত হয়ে শেষে হাল ছেড়ে দেন অনেকেই। আলসেমি এসে যায়। এইধরনের আলসেমি দূর করার তো কোনো উপায় জানা নেই।

তবে অলস ব্যক্তিদের জন্য সব চাইতে সহজ পদ্ধতিতে ঝটপট ওজন কমানোর গোপন উপায়গুলো বলে দিচ্ছি। তেমন কিছুই করতে হবে না। শুধু একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে ২টি পানীয়। চলুন তবে দেখে নেয়া যাক উপায়গুলো।

পানীয়-১

উপকরণ:

– ১ চা চামচ দারুচিনি গুঁড়ো

– ১ চা চামচ লেবুর রস

– ২ চা চামচ মধু

– ১ কাপ/ ২৩৭ মিলি লিটার পানি

পদ্ধতি ও ব্যবহারবিধি:

– প্রথমে পানি ফুটিয়ে নিন।

– এরপর একটি গ্লাসে দারুচিনি গুঁড়ো রেখে ফুটন্ত পানি তাতে ঢেলে দিন। এরপর গ্লাসে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন।

– পানি পানের যোগ্য গরম হলে অর্থাৎ কিছুটা ঠা-া হয়ে এলে এতে মধু ও লেবুর রস মিশিয়ে দিন। ফুটন্ত গরম পানিতে মধু মেশাবেন না। এতে মধুর গুণ নষ্ট হয়।

– এরপর এই পানীয়ের অর্ধেকটা পরিমাণ রাতে ঘুমানোর আগে পান করে বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিন।

– সকালে উঠে খালি পেতে বাকি অর্ধেকটা পান করে নিন। সকালে নতুন করে পানীয়টি গরম করার প্রয়োজন নেই।

– এভাবে নিয়মিত এই পানীয়টি পান করতে থাকুন। ব্যস, দেখবেন ওজন কমা শুরু করবে।

পানীয়-২

উপকরণ:

– ১টি মাঝারি আকারের আপেল

– ৪৮৮ গ্রাম গাজর

– ১ ইঞ্চি পরিমাণে আদা

– ১টি গোটা লেবুর রস

পদ্ধতি ও ব্যবহারবিধি:

– আপেল, গাজর ও আদা কুচি করে ব্লেন্ড করে নিন।

– এরপর এতে মেশান লেবুর রস।

– দিনে ১ গ্লাস করে পান করুন এই পানীয়টি।

– কিছুদিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন।

কেন কমবে ওজন :

অনেকেই ভাবতে পারেন পানীয় দুটি পান করলে ওজন কিভাবে কমবে? এরও ব্যাখ্যা রয়েছে। মধু একটি প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মেদ ক্ষয় করতে বিশেষভাবে সহায়ক। এছাড়াও মধু এবং দারুচিনি মিশিয়ে যখন এই পানীয় পান করবেন তখন এই পানীয়টি আপনার পরিপাক ক্রিয়া দ্রুততর করবে। এতে করে আপনার ওজন কমতে থাকবে। একই ব্যাপার ঘটে আপেল ও গাজরের জুসের ক্ষেত্রে। লেবুর সাইট্রিক অ্যাসিড মেদ কমাতে বিশেষ ভাবে কার্যকরী। আপেল ও গাজর হজমক্রিয়া উন্নত করে। এতে করে ওজন কমে।