• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

মেলানিয়ার ট্রাম্প প্রত্যাখ্যান নিয়ে তুলকালাম!


প্রকাশিত: ২:৩১ পিএম, ২৩ মে ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

Melania-tramp-www.jatirkhantha.com.bd.1

এনডিটিভি অবলম্বনে অনলাইন ডেস্ক রিপোর্টার : আবারো সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ও ফাষ্ট লেডি মেলানিয়া ট্রাম্প।ডোনাল্ড ট্রম্পের প্রথম রাষ্ট্রিয় সফরে এমন একটি ঘটনা ঘটল যা ধরা পড়ল বিশ্ব মিডিয়ার সামনে।

ইজরায়েল সফরে দেশটিতে পৌছালে বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা।
Melania-tramp-www.jatirkhantha.com.bd
বেন গুরিও বিমানবন্দরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার সঙ্গে লাল গালিচার উপর হাটতে হাটতে স্ত্রী মেলানিয়ার উদ্দেশে হাত বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্দেশ্য একত্রে হাত ধরে হাটবেন যেমনটি করেন বিশ্ব নেতারা!

কিন্তু ট্রাম্পকে অপ্রস্তুত করে দিয়ে ট্রাম্পের আঙুল ঠেলে সরিয়ে দেন মেলানিয়া ট্রাম্প! তাদের ঘিরে তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পরিস্থিতি সামলে নিয়ে আবারও হাটতে শুরু করেন ট্রাম্প। যদিও এই দৃশ্য এড়ায়নি উপস্থিত মিডিয়ার। আর এ নিয়ে মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।Melania-tramp-www.jatirkhantha.com.bd.2

ট্রাম্প দম্পতির শরীরি ভাষা তাৎক্ষনিক বোঝা না গেলেও এটা স্পষ্ট যে মেলানিয়াকে একধাপ পিছিয়ে রেখেই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং সারার সাথে একই সঙ্গে হাটছিলেন আর  সেই কারণেই হয়তো ‘অভিমান’ হয়েছিল মেলানিয়ার।কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি ৬৫,০০০বারের বেশি ‘লাইক’ এবং ৫০,০০০ বার রিটুইট হয়েছে।

এদিকে অনেকেই আবার এই আলোচনায় টেনে এনেছেন বারাক ওবামা দম্পতিকে। সাবেক এই প্রেসিডেন্ট ও তার স্ত্রী মিশেলের একটি ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, সত্যিকারের প্রেসিডেন্টরা ওইভাবেই ফার্স্টলেডিদের সম্মান দেখান।