• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:১৫ পিএম, ২৬ মার্চ ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

828 (1)বিশেষ প্রতিবেদক.ঢাকা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেখানে ফুল দিয়ে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তাঁরা।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস জানায়, রাষ্ট্রপতির সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে ফুল দেন দলের সভাপতি শেখ হাসিনা।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে দর্শণার্থীদের জন্য রাখা বইয়ে স্বাক্ষর করেন।