• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

মিরপুরে নাসিম প্লাজার আগুনে অন্তত ৯ জন মারা গেছেন–


প্রকাশিত: ৮:৫০ পিএম, ৩১ জানুয়ারী ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

 

Fire_Mirpur---2বিশেষ প্রতিবেদক.ঢাকা: রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের পেছনের নাসিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে দগ্ধ হয়ে অন্তত ৯  জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর শাহ আলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, ‘আগুনে পাঁচজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আমাদের মেডিকেল সংবাদদাতা জানান, সন্ধ্যা সাতটার দিকে মিরপুরের নাসিম ভবনে অগ্নিদগ্ধ তৌহিদুল ইসলাম (২৮ শতাংশ) ও কামাল হোসেনকে (৩৫ শতাংশ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুজনের ও সাড়ে সাতটার দিকে আরও একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Fire_Mirpur---তবে রাত ৮টার পরে শাহআলী থানার ডিউটি অফিসার এসআই আনিস   জানান, এ পর্যন্ত তারা ৯  জনের মরদেহ উদ্ধারের কথা তারা জানতে পেরেছেন।

দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় ওই কারখানায় দেড়শ থেকে দুইশ লোক কাজ করছিলেন। মূল ফটক বন্ধ থাকায় তারা ভবন থেকে বের হতে পারেননি। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়।