মারিয়া হয়ে উঠল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা’ও জানাল-
বিশেষ প্রতিনিধি/বরিশাল প্রতিনিধি : দেখতে কিছুটা শেখ হাসিনার মত শিশু মারিয়া। তাকে নিয়েই আজ বরিশাল মাতল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে। মিশু মারিয়াই হয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ বছরের মারিয়া বরিশাল নগরের কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রধানমন্ত্রীকে ভালোবাসেন বিধায় শিশুমন থেকেই এমন সাজ সেজেছিল মারিয়া। পরে তাকে স্বজনরাই সঙ্গে করে আওয়ামী লীগের এ আয়োজনে নিয়ে আসেন। তারপর তো বরিশাল শহর মেতে উঠল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উৎসবে। চারিদিকে অগণিত মানুষ, তাদের মধ্যে পিকআপ ভ্যানের ছাদের ওপর শাড়ি পড়ে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রীরুপী ক্ষুদে মারিয়া। দূর থেকে অনেকটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেখতে বলে শুভেচ্ছায় ভাসল মারিয়া। আর মারিয়াও কম যায় না সেও হাত নাড়ল স্বাগত জানাল ভক্তদের। কখানো দাঁড়িয়ে, কখনো বসে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে হাত নাড়ছেন এমনভাবে যেন নেত্রী তার নেতাকর্মীদের লক্ষ্য করে ভালোবাসার শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।
আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বরিশাল নগরের সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচিকে ঘিরে যখন গোটা সদর রোডে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল- তখন মারিয়া নামের এই শিশুটি প্রধানমন্ত্রীর অবয়বে পিকআপভ্যানের ওপর দাঁড়িয়ে থেকে নেতাকর্মীদের অনেকটাই চমকে দিয়েছেন। তাকে বহনকারী পিকআপভ্যানটি ঘিরেও ছিল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো নেতাকর্মীদের স্লোগানমুখর পরিবেশ। ছাত্রলীগ নেতা শেখ মুনতাছির রহমান দোদুল বলেন, হঠাৎ শিশুটিকে দেখে কিছুটা ভড়কে যাই। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মঞ্চে উঠে হাত নাড়ান, শিশুটিও সেভাবে হাত নাড়ছেন। আবার চুলে সাদা রং করা, চশমা সবই আছে। ওদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সৈয়দ আনিচুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, আনোয়ার হোসাইন, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রমুখ।