মাটি ও পানিতেও এবার চলবে বিমান
দিল্লী-সংবাদ সংস্থা : মাটি ও পানিতেও এবার চলবে বিমান ।অবিশ্বাস্য নয় বাস্তব। এই উভচর বিমান বানিয়েছে চীন। বিশ্বের বৃহত্তম উভচর বিমানটি প্রথম বারের জন্য ওড়াল চিন। দক্ষিণ চিনের ঝুহাই শহরে শনিবার বিমানটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে। বিমানটি মাটিতে তো বটেই, নামতে পারবে জলেও।
৩৭ মিটার লম্বা বিমানটির একটি ডানার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার। সর্বাধিক সাড়ে ৫৩ টন ওজন নিয়ে বিমানটি উড়তে পারে আকাশে। সমুদ্রে নিখোঁজদের সন্ধান, দাবানলের রোখার লড়াই, সামুদ্রিক পরিবেশের ওপর নজরদারির জন্যই ওই বিমানটিকে ব্যবহার করা হবে বলে চিনের সরকারি সংবাদমাধ্যম ‘জিনহুয়া’ জানিয়েছে।