• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে ঢুকে-নিহত ৭


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬৬ বার

মাটিরাঙ্গা প্রতিনিধি  :  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন এলাকায় একটি ট্রাকের alutila-www.jatirkhantha.com.bdচাপায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাক খাগড়াছড়ি যাচ্ছিল।

পথে নিয়ন্ত্রণ হারিয়ে আলুটিলা পর্যটন এলাকায় চলমান মেলার একটি দোকানে ঢুকে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনায় ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে।