• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

মওদুদের দখল করা সেই বাড়ির আসল মালিক মিলেছে?


প্রকাশিত: ৩:২৬ পিএম, ২১ জুন ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

স্টাফ রিপোর্টার :  বিএনপি নেতা মওদুদ আহমেদের উচ্ছেদকৃত গুলশানের বাড়িটিকে নিজের বাড়ি বলে দাবি karim frang-www.jatirkhantha.com.bdকরেছেন করিম ফ্রাঞ্জ সোলায়মান নামে একজন অস্ট্রিয়ান নাগরিক। তিনি নিজেকে প্রয়াত ইঙ্গে মারিয়া ফ্লাটয-এর একমাত্র সন্তান ও আইনানুগভাবে তার সকল সম্পত্তির উত্তরাধিকারী বলে দাবি করেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি ।

করিম ফ্রাঞ্জ বলেন, দীর্ঘদিন ধরে ব্যারিস্টার মওদুদ যে বাড়িটি দখল করে রেখেছিলেন এই বাড়িটির মালিক কোনোভাবেই তিনি ছিলেন না। ইতোমধ্যে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এই বাড়িটির মালিক আসলে আমি নিজেই।

বাড়িটি দখলে নিতে ও তার নামে নামজারি করতে রাজউকে আবেদন করেছেন বলে জানান তিনি। করিম ফ্রাঞ্জ আরও বলেন, এ ব্যাপারে ব্যারিস্টার জেনিফার আশরাফকে আইনানুগ অ্যাটর্নি নিয়োগ করেছি।

উল্লেখ্য, গত ৪ জুন মওদুদ আহমদের ভাইয়ের নামে গুলশানের ১৫৯ নম্বর বাড়িটি নামজারি করতে করা রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ৭ জুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাড়িটি দখলে নিয়ে সিলগালা করে প্রশাসন।