• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

ব্রেন স্ট্রোকে আক্রান্ত মেয়র আনিসুল


প্রকাশিত: ১:৩৯ পিএম, ১৬ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

স্টাফ রিপোর্টার :  ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। Mayou anisul-www.jatirkhantha.com.bdজানা গেছে, গত ২৯ জুলাই আনিসুল হক মেয়ের সন্তানের জন্ম উপলক্ষ্যে লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চারদিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন ঢাকা উত্তরের এই মেয়র, এরমধ্যে ২ দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ব্রেন স্ট্রোকের পরেই আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়রের সুস্থতার জন্য অনলাইন দৈনিক জাতিরকন্ঠ এর মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া ও সুস্থতা চেয়েছেন তাঁর পরিবার, তার বন্ধু-সুহৃদরা।