• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

বোলিং এ্যাকশন পরীক্ষা-চেন্নাইয়ে আজ সানি’র পরশু তাসকিনের


প্রকাশিত: ১:৫১ পিএম, ১২ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

স্পোর্টস রিপোর্টার  :  বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আজ শনিবার চেন্নাইয়ে পৌচেছেন  আরাফাত সানি। আর তাসকিন আহমেদ যাবেন আগামী sani-taskin-www.jatirkhantha.com.bdসোমবার। আইসিসির অনুমোদিত ল্যাবগুলোর একটি ভারতের চেন্নাইয়ে আছে। একটি যুক্তরাজ্যে, অন্যটি অস্ট্রেলিয়ায়। ফলে ভারতের ল্যাবে পরীক্ষা করানোটাই সুবিধাজনক হবে।

এদিকে আগামীকাল রবিবার প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের জন্য রাখা হয়েছে তাসকিনকে। এই ম্যাচ খেলে সোমবার চেন্নাইয়ে উড়াল দেবেন তরুণ এই বোলার। মঙ্গলবার হবে তাঁর পরীক্ষা। দু-এক দিনের মধ্যে দুজনের অ্যাকশনের ফল আসার কথা।মঙ্গলবার পরীক্ষা হয়ে গেলে দ্রুত তাসকিনকে আবার কলকাতায় এসে যোগ দিতে হতে পারে। চূড়ান্ত পর্বে উঠে গেলে ১৬ মার্চ এখানেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ।