• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

বৈশ্বিক অস্থিতিশীলতায়’ও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই- রাষ্ট্রপতি


প্রকাশিত: ৭:২৪ পিএম, ৫ জানুয়ারী ২৩ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

সংসদ রিপোর্টার : বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকালে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিনে তিনি এ কথা বলেন।একাদশ জাতীয় সংসদের একবিংশতম অধিবেশনে বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়লেও, বাংলাদেশে বাজেট বেড়েছে ১৪ শতাংশ।তিনি বলেন, বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যেও দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই।

রাষ্ট্রপতি বলেন, ২০২১-২২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে, যা সামগ্রিক বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইতিবাচক। মাথাপিছু জাতীয় আয় পূর্ববর্তী অর্থবছর থেকে ২৩৩ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৯৭ বিলিয়ন ডলার এবং বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে।

দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এসময় আশা প্রকাশ করেন, ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ৬টি লাইন চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরও স্বয়ংসম্পূর্ণ হবে।
পদ্মা সেতুর ফলে ৩ কোটি মানুষের যাতায়াত সুবিধা বেড়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। এসময় দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।