• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

বেতনের পরিবর্তে ধর্ষণ করার ‘অনুমোদন’


প্রকাশিত: ২:১১ পিএম, ১২ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার :  দক্ষিণ সুদানের সেনাবাহিনীর সহযোগী মিলিশিয়া বাহিনীদের বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বেতনের পরিবর্তে 1ধর্ষণ করার ‘অনুমোদন’ দেয়া হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয় দেশটির তেলসমৃদ্ধ প্রদেশে গত বছর ১ হাজার ৩শ নারী ধর্ষণের শিকার হয়েছে। সেনাবাহিনী এমন নীতি গ্রহণ করেছে যে বিদ্রোহীদের কাজে লাগতে পারে এমন যেকোনো কিছু ধ্বংস করা হচ্ছে।

এই নীতির কারণে বেসামরিক নাগরিক হত্যা ও ধর্ষণের শিকার হচ্ছে যা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে বলা হয়,  মিলিশিয়াদের বলা হয়েছে ‘যা পারো করো, যা লুটতে পারো লুটে নাও’। এবং এই চুক্তির ভিত্তিতে বেতনের বদলে তারা কিশোরী ও নারীদের অপহরণ ও ধর্ষণ করছে।

শুধু তাই নয় তারা বেসামরিক জনগণের গবাদি পশু ও অস্থাবর বিভিন্ন সম্পত্তি চুরি করছে বলে প্রতিবেদনে বলা হয়। তবে দক্ষিণ সুদানের সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং এমন কোনো অনিয়ম হয়ে থাকলে সেটার তদন্ত করা হবে বলে জানিয়েছে।