• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

বিরাট কোহলির বডি ফিটনেসের গোপন রহস্য


প্রকাশিত: ১:৩৭ পিএম, ১৭ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

2স্পোর্টস রিপোর্টার  :   নোভাক জোকোভিচকে বলা হয় খেলার মাঠে ফিটনেসের রাজা—টেনিসের কোর্টে অবলীলায় ঘণ্টার পর ঘণ্টা প্রতিপক্ষকে চাপে রাখেন, কখনো বা প্রতিপক্ষের চাপ সামলে ঘুরে দাঁড়ান। ম্যাচের দৈর্ঘ্য ​যত বেড়ে যায়, জোকোভিচের দিকে পাল্লাও তত হালে। সেটা তাঁর অবিশ্বাস্য ফিটনেসের কারণেই। পঞ্চম সেটের শেষ গেমেও যেন জোকার জোকোভিচ এতটুকু ক্লান্ত নন!

1খেলার দুনিয়ায় এই মুহূর্তে জোকোভিচই ফিটনেসের শেষ কথা—এটা মানেন অনেকেই। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কন্ডিশনিং কোচ শংকর বসুর মতে, ট্রেনিং ও ফিটনেসের দৃষ্টিকোণ থেকে জোকোভিচকেও ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি!

কোহলির ফিটনেস নিয়েও কোনো সন্দেহ নেই। তিনি যেভাবে ব্যাটিংয়ের সময় এক রানকে দুই, দুইকে তিন বানান, প্রচণ্ড গরমেও যেভাবে ক্লান্তিহীনভাবে ব্যাট চালিয়ে যান, তাতে তাঁর ফিটনেস চোখ কপালে তুলে দেয়ই। তাই বলে জোকোভিচের চেয়েও তিনি এগিয়ে? শংকর বসু দাঁড় করিয়েছে অকাট্য যুক্তি।

তা ছাড়া, বেঙ্গালুরুর ফিটনেস ট্রেনার হিসেবে কোহলিকে তাঁর খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতাটাও ফেলে দেওয়ার নয় নিশ্চয়ই, ‘আমি ওকে সেই অনূর্ধ্ব-১৯ থেকে দেখছি। সে আপাদমস্তক এক পেশাদার ক্রিকেটার। সে খাওয়ার-ঘুমানো থেকে শুরু করে সব সময়ই ক্রিকেট নিয়ে ভাবে। ভাবে, কীভাবে নিজের খেলার মানের উন্নতি করতে পারে। নিজের ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আগেও ওকে বলতাম, তোমার লক্ষ্য হবে নোভাক জোকোভিচ। এখন তো মনে হয়, জোকোভিচেরই উচিত হবে কোহলিকে লক্ষ্য বানানো!’

প্রশংসায় উজ্জীবিত হন কোহলি। শংকর বসুর এই প্রশংসায় তিনি নিজের ফিটনেসকে কোন জায়গায় নিয়ে যেতে চাইবেন কে জানে! কোহলি তো এমনিতেই ক্রিকেটের সুপারম্যান! সূত্র: টাইম অব ইন্ডিয়া।