• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

বিদেশি হত্যা পরিকল্পিত-শহীদ সামরিক কর্মকর্তাদের পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তরকালে প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১:২৪ পিএম, ৭ অক্টোবর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

pm-hasina-foraner marder comment-www.jatirkhantha.com.bdএস রহমান:      প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে।বুধবার মিরপুর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটিতে (ডিওএইচএস) শহীদ সামরিক কর্মকর্তাদের পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর ও ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের গতিকে স্তিমিত করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, এসব করে কেউ বাংলাদেশের অগ্রগতিকে ঠেকাতে পারবে না।
রাজধানীতে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। যখনই আমরা কোনো কিছু অর্জন করি, তখনই এ ধরনের ঘটনা ঘটানো হয়। একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটিয়ে আসছে। আজকে বাংলাদেশের যে অবস্থান, তাতে কোনো ধরনের ষড়যন্ত্র করেই কিছু করা যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিনিয়ত সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। মোকাবেলা করতে হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয়, তা করতে না হলে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম।