• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

বিএনপিতে খালেদা-তারেক অপ্রতিদন্দ্বী


প্রকাশিত: ৪:০৩ এএম, ৭ মার্চ ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

স্টাফ রিপোর্টার   :   আবারো খালেদা জিয়া চেয়ারপারসন, তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। বিএনপির bচেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা ৩ বছরের জন্য নির্বাচিত হলেন।

অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় শেষ হওয়ায় আজ রবিবার বিকেলে দলটির এ শীর্ষ দুই পদে খালেদা জিয়‍া ও তারেক রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে নিযুক্ত নির্বাচনী কর্মকর্তারা এ ঘোষণা দেন।