• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

‘বাংলাদেশের মাটিতে এখনো পাকিস্তানের দালালরা আছে’


প্রকাশিত: ১২:২৪ এএম, ১৮ মার্চ ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৭ বার

nasim-

বিশেষ প্রতিনিধি  :  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে এখনো পাকিস্তানের দালালরা আছে। তারা সব সময়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, ‘আর যাই হোক ৭১এর ঘাতক ও তাদের সহযোগীদের ক্ষমতায় আসতে দিতে পারি না। যদি কোনভাবে ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের সকল অর্জন ম্লান হয়ে যাবে।’

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

এসময় মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগকে পাড়া-মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণকে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। তাকে আবার ক্ষমতায় আনতে ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে।’