• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

বলিউডের দুই বাদশাহ’র সন্তান আরিয়ান নভেলি’র অন্তরঙ্গ ছবি…


প্রকাশিত: ১২:২৮ এএম, ২০ সেপ্টেম্বর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৫৭ বার

a-s বিনোদন  ডেস্ক:  বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের সঙ্গে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দাকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। সম্প্রতি তাদের দুজনের আরো একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। ছবিটি নাকি ইন্টারনেটে আপলোড হতে না হতেই ভাইরাল হয়ে গেছে।

আরিয়ান আর নভ্যা নভেলি দু’জনই লন্ডনের একই স্কুলে পড়াশোনা করেন।  সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় দু’জনই।  মাঝে মাঝে তারা নিজেদের ছবি পোস্ট করেন। শুক্রবার সেরকমই একটা ছবি আপলোড করে আরিয়ান। ছবিটা দেখে মনে হচ্ছে দু’জনে কোথাও পার্টি করতে গিয়ে ছবিটা তুলেছে।

এর আগে, গত বছর অক্টোবর মাসে আরিয়ান খান এবং নভ্যা নভেলির একটা এম এম এস ভিডিও ফাঁস হয়ে যায়। তাতে দু’জনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল। পরে অবশ্য জানা যায় ওই ভিডিওটা নকল। কিন্তু তা সত্ত্বেও অনেকেই মনে করেন যে আরিয়ান আর নভ্যা নভেলি নাকি প্রেম করছে।

তারা সত্যিই প্রেমিক-প্রেমিকা কি না এই প্রশ্নের উত্তর এখনই না পাওয়া গেলেও আরিয়ানের পোস্ট করা এই ছবি কিন্তু আবার সেই সন্দেহ কে উস্কে দিল।