• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

প্রোটন গাড়ির কারখানা হবে বাংলাদেশে


প্রকাশিত: ২:১১ এএম, ৩ ডিসেম্বর ১৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

 

Mahatir-Hasinaঅনলাইন ডেস্ক : মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারী কোম্পানি প্রোটন বাংলাদেশে শিগগিরই তাদের গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে। এতে অনেক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রোটনের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আজ কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার মালয়েশিয়া পৌঁছালে মাহাথির মোহাম্মদ তাঁর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন। গ্র্যান্ড হায়াতের প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বলেন, বৈঠকে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী সুবিধাজনক কোনো এক সময়ে বাংলাদেশে সফরের জন্য মাহাথির মোহাম্মদের প্রতি আহ্বান জানান।

দরিদ্র মানুষকে সাশ্রয়ী দামে ফ্ল্যাট-

দরিদ্র মানুষকে সাশ্রয়ী দামে ফ্ল্যাট দিতে ঢাকার অদূরে কামরাঙ্গীর চরে কম খরচে আবাসন প্রকল্পের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিম্ন আয়ের লোকদের জন্য আবাসন প্রকল্পের অনুরোধ জানালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ দূত শ্রী সামি ভেল্লু এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সামি ভেল্লু সৌজন্যসাক্ষাৎ​ করেন।
এর আগে আজ তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর পৌঁছেছেন।

বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহিদুল হক সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে বিনিয়োগসংক্রান্ত বিষয় বিশেষ করে ব্যাপক আকারের আবাসন প্রকল্প ও অবকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দূতের আলোচনায় তিনটি বিষয় এসেছে। এগুলো হলো ঢাকার কামরাঙ্গীরচরে নিম্ন আয়ের লোকদের জন্য আবাসন নির্মাণ, চট্টগ্রামে সিঙ্গেল মোরিংয়ে একটি ক্রুড অয়েল টার্মিনাল নির্মাণ ও মালয়েশিয়া থেকে রেল কোচ আমদানি।

প্রধানমন্ত্রী প্রধানত কামরাঙ্গীরচরে নিম্ন আয়ের লোকদের জন্য বহুতল ভবন নির্মাণের জন্য দূতকে অনুরোধ জানান।
সামি ভেল্লু বাংলাদেশের এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, এই প্রকল্পে সাশ্রয়ী দামে দরিদ্ররা ফ্ল্যাট পাবেন। মালয়েশিয়ার দূত চট্টগ্রামের বন্দর এলাকায় সিঙ্গেল মোরিংয়ে ক্রুড অয়েল হ্যান্ডলিং টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছেন।পররাষ্ট্রসচিব বলেন, সামি ভেল্লু প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে ৪০০ রেলওয়ে কোচ বিক্রির প্রস্তাব দিয়েছেন।