• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

প্রদীপন খীসার বাড়িতে টাকার পাহাড়


প্রকাশিত: ৭:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৪ বার

updf-money-www.jatirkhantha.com.bdখাগড়াছড়ি প্রতিনিধি  :  ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়ি থেকে টাকার পাহাড় জব্দ করেছে aআইনশৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ি সদরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে৮০ লাখ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইউপিডিএফের ‘সামরিক শাখার প্রধান’ প্রদীপন খীসার বাড়িতে এ অভিযান চালানো হয়।তবে তাকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

updf-money-www.jatirkhantha.com.bd.2ওসি তারেক বলেন, “গোপন সংবাদে জেলার জামতলী এলাকায় প্রদীপন খীসার বাড়িতে অভিযানে যায় যৌথবাহিনীর একটি দল। এ সময় টিফিন বক্স, প্রেসার কুকার ও আলমারির ভেতর থেকে ৮০ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়।”

স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজির মাধ্যমে ওই টাকা ইউপিডিএফ সংগ্রহ করেছে বলে দাবি করেছেন এ পুলিশ কর্মকর্তা।তবে এ ঘটনাকে ‘সেনা হামলা’ হিসেবে আখ‌্যায়িত করেছে ইউপিডিএফ।

বিকালে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কয়েকদিন আগে আলুটিলায় ট্রাকচাপায় হতাহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করার জন্য ওই টাকা ‘গণচাঁদা’ হিসেবে সংগ্রহ করা হয়েছিল।সেনাবাহিনীর একটি দল প্রদীপন খীসার বাড়ি থেকে ছিনতাই করেছে। এ সময় প্রদীপনের বাড়ির জিনিসপত্র ভাংচুরও করা হয়।ওই ‘গণচাঁদা’ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।