• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

পর্ণস্টার সানিলিওন অল্পের জন্যে বাঁচলেন বিমান দুর্ঘটনা থেকে


প্রকাশিত: ২:২৩ এএম, ১ জুন ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০৩ বার

বিনোদন  ডেস্ক রিপোর্টার : পর্ণস্টার সানিলিওন অল্পের জন্যে বাঁচলেন বিমান দুর্ঘটনা থেকে। ভয়াবহ বিমান Sunny_controversia-www.jatirkhantha.com.bdদুর্ঘটনার মুখ থেকে তিনি ফিরে এলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ট্রুপের অন্য সদস্যরাও। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন। তবে সকলেই অক্ষত বলেও জানিয়েছেন সানি লিওন।

নিজের টুইটার হ্যান্ডলে সানি লিওন বুধবার লিখেছেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সকলে বেঁচে আছি।’’ তিনি জানিয়েছেন খারাপ আবহাওয়ার কারণে তাঁদের প্রাইভেট ফ্লাইট দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। খুব অল্পের জন্য বিমানটি রক্ষা পেয়েছে এবং ভয়ঙ্কর একটি ঘটনা এড়ানো গিয়েছে বলে তিনি জানিয়েছেন। সানির সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ছিলেন। ছিলেন অন্য টিম মেম্বাররাও। বিমানটি দুর্ঘটানাগ্রস্ত হলে সকলেরই প্রাণসংশয় হত।

টুইটারে পোস্ট করা ভিডিওয় অভিনেত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের কোনও একটি প্রত্যন্ত এলাকা থেকে তাঁরা গাড়িতে বাড়ি ফিরছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি বার বার ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন।