• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

পরিচালক নেশাদ্রব্য খাইয়েছিল সুমিকে-


প্রকাশিত: ১২:২৩ এএম, ১৬ নভেম্বর ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৫ বার

 

বিনোদন রিপোর্টার :  অভিনেত্রী শাহনাজ সুমি এক পরিচালকের বিরুদ্ধে নেশাদ্রব্য খাওয়ানোর অভিযোগ তুলেছেন । ঘটনা মাস তিনেক আগের। সে সময় তার সঙ্গে কী ঘটেছিল, সম্প্রতি একটি সাক্ষাৎকারে তারই বর্ণনা দিয়েছেন ‘জুঁই’ নারকেল তেলের বিজ্ঞাপন করে পরিচিতি পাওয়া এই মডেল।সুমি বলেন, ‘তিন মাস আগে নিকেতনে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম। চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক খেতে দেন। খাওয়ার ৭-৮ মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ি।’

অফিস থেকে বের হওয়ার পরেও ওই পরিচালক তার পিছু নিয়েছিলেন বলে জানান সুমি। বলেন, ‘অফিস থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। সে সময় পরিচালক আমার পেছনে এসে বলল, ‘এখনো যাওনি? আসো ভেতরে এসে বসো। ’

‘আমি বললাম, ‘না আমাকে এখন যেতেই হবে। লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সেও আমার সঙ্গে সঙ্গে নামে। আমাকে বলে, ‘তুমি কোথায় যাবে?’ আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল, ‘আমিও যাবো সেখানে। সুমি জানান, ‘সে (পরিচালক) হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। অভিনেত্রী বলেন, ‘তখন মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাবো বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম।’

সুমি আরও জানান, ‘অফিস থেকে বেরিয়ে দ্রুত আমার এক বান্ধবীর বাসায় যাই। সেখানে যাওয়ার পর আমার কথা জড়িয়ে যাচ্ছিল। বন্ধু আমাকে বলল, ‘তুই তো ঠিক নাই।’ পানি খেলাম। এরপর ও খাবারের অর্ডার দেয়। খাবার সামনে রেখেই ঘুমিয়ে পড়ি। ৪-৫ পাঁচ ঘণ্টা পর আমার ঘুম ভাঙে। এরপর সার্চ দিয়ে দেখলাম আমাকে যেটা খাওয়ানো হয়েছে, সেটা এক ধরনের নেশাদ্রব্য।’যদিও নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন মারাত্মক একটা ঘটনা প্রকাশ করলেও ওই পরিচালকের নাম প্রকাশ করেননি সুমি।