• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

ন্যানসির ভাওতাবাজি’র নেপথ্যে কে?


প্রকাশিত: ৯:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৮২ বার

nancy

বিনোদন রিপোর্টার :  সাম্প্রতিক সময়ের জনপ্রিয় একটি গান ‘পাগল তোর জন্য রে’ নিয়ে ন্যানসির ভাওতাবাজি’তে তোলপাড় চলছে। বলা হচ্ছে নেপথ্যে কে? মঈন বিশ্বাস পরিচালিত ‘পাগল তোর জন্য রে’ ছবিতে গানটি গেয়েছেন ন্যানসি ও বেলাল খান। এই গানের সুরকার বেলাল খান। গান লিখেছেন জুলফিকার রাসেল। সম্প্রতি একটি টিভি চ্যানেলে গানটিকে ‘সংগৃহিত’ বলে মন্তব্য করেন ন্যানসি।

এরই সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন বেলাল খান। বেলালের পক্ষে এবং যেকোন গানের শিল্পী-সুরকার-গীতিকারের নাম সঠিক লেখার তাগিদ আসে বিভিন্নজনের কাছ থেকে। ন্যানসির আচরণের নিন্দা করেন অনেকে। অনেকে ন্যানসি-বেলালের বিবাদ মিটিয়ে ফেলার পরামর্শ দেন। সংশ্লিষ্ট দু’য়েকজন মামলারও হুমকি দিয়েছেন।
nancy
গীতিকার কবির বকুল বলেন,’…ন্যান্সি একটি চ্যানেলে লাইভ শোতে আমার লেখা গান গাওয়ার পর উপস্থাপক যখন জানতে চাইলেন গীতিকারের নাম, তখন মারজুক রাসেলের নাম বলে দিলেন ন্যান্সি। আমি পরে তাকে ফোন করে জানতে চাইলাম, এটা কি হলো। ও বলল ভুলে বলে ফেলেছি। পরের কোনো অনুষ্ঠানে ভুলটা শুধরে দেব। কিন্তু ইউ টিউবে যেটা একবার চলে যায় সেটা কি আর ঠিক করা যায়!

এখনো আমি যখন ইউ টিউবে ওই লিংকটি দেখি, বিষন্ন হই।’ লেজারভিশনের মালিক আরিফুর রহমান বলেন,’এই অর্বাচীন গায়িকাকে অবিলম্বে বাংলা সংগীত অঙ্গন থেকে বহিস্কার করা হোক … এই ব্যাপারে সরকারের দৃষ্টি কামনা করি ।’
সুরকার শওকত আলি ইমন বলেন,’প্রথমে যাচাই করতে হবে এটা ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত? যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে এটি কোনভাবেই মার্জনীয় নয় । তবে ন্যান্সি এতোবড় ভুল করবে মানতে পারছিনা।’

গায়ক শফিক তুহিন বলেন,’ন্যান্সী এ দেশের অনেক শ্রোতাপ্রিয় ও আমার খুব পচ্ছন্দের একজন কন্ঠ শিল্পী।কিন্তু বিষয়টি জেনে ও দেখে ভীষনভাবে মর্মাহত হলাম।শুধু প্রিয় ন্যান্সী নয় প্রতিটি কন্ঠ শিল্পীর উচিত একটি গানের সাথে সম্পৃক্ত সৃষ্টিশীল মানুষগুলোর যথাযত সন্মান প্রদর্শন করা আর তা না হলে এক সময় প্রতিটি গান হয়ে যাবে সংগ্রহ সংগীত!!!!’

গায়িকা কণা বলেন,’আমার মনে হয় এটা অনিচ্ছাকৃত ভুল।’ কণ্ঠশিল্পী এস এ কিরণ গানটিকে তার নিজের বলে দাবি করেন। তিনি বলেন,’ শ্রদ্ধেয় বড় ভাই ‌’পাগল তোর জন্য রে’ আসলে কার গান।বেলাল খানের কণ্ঠে গানটি রিলিজ হবার অনেক আগেই মেহেদি হাসান মনিরের লেখা ‘পাগল তোর জন্যে রে’ গানটি গেয়েছি আমি এস এ কিরণ, যা বিসি প্রকাশন থেকে রিলিজ হয়!!!

আমার অনেকদিন পর একই গান আমাকে না জানিয়েই গায় বেলাল খান আর ন্যান্সি। আপনিই বিচার করেন, গানটির মুল কণ্ঠ শিল্পি বেলাল খান নাকি আমি এসএ কিরণ??’
শিল্পীর কথার জবাবে বেলাল জানান, তিনি বিসি প্রকাশনের অনুমতি নিয়েই গানটি নতুন আয়োজনে প্রকাশ করেন।বিতর্কের সূত্র ধরে জানা যায়, ন্যানসির অনুমতি ছাড়াই বেলাল কণ্ঠ দিয়েছিলেন গানটিতে। যার দরুণ ন্যানসি ইচ্ছাকৃতভাবেই বেলালের নাম নিতে চাননি।