• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

নেপালের প্রথম মহিলা প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি


প্রকাশিত: ৯:৪৪ পিএম, ২৮ অক্টোবর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

nepalese_president-www.jatirkhantha.com.bdদীপ সাহা .নেপাল:   নেপালের ইতিহাসে এই প্রথম কোন মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নেপালের পার্লামেন্ট বুধবার কমিউনিষ্ট নেত্রী বিদ্যা দেবী ভান্ডারিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচিত করে।ক্ষমতাসীন মাওবাদী কমিউনিষ্ট পার্টি সিপিন ইউপিএমএল এর ভাইস প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ৩২৭ ভোট পান।অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের কুল বাহাদুর গুরুং পান ২১৪ ভোট।

আগামীকাল বিদ্যা দেবী ভান্ডারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তিনি নেপালের প্রথম প্রেসিডেন্ট রাম বরন ইয়াদবের স্থলাভিষিিক্ত হবেন।বিদ্যা দেবী ভান্ডারীর স্বামীও ছিলেন নেপালের এক সুপরিচিত রাজনীতিক। ১৯৯৩ সালে তাঁর স্বামী কমিউনিষ্ট নেতা মদন ভান্ডারী এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সেসময় অনেকে অবশ্য এই দুর্ঘটনা বলে একটা ষড়যন্ত্র বলে সন্দেহ প্রকাশ করেছিলেন।নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণ প্রসাদ ভট্টরাইকে পরাজিত করে বিদ্যা দেবী ভান্ডারি সবার নজরে আসেন।তিনি এর আগে নেপালের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।