• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

নারৗীবাজ ছাত্রলীগে কলুষিত বরিশাল রাজনীতি


প্রকাশিত: ৯:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৫৪ বার

বরিশাল প্রতিনিধি : নারৗীবাজ ছাত্রলীগে কলুষিত রাজনীতি। বরিশাল মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নারী কেলেংকারীর পর এবার বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে হয়েছে ধর্ষণ ও গর্ভপাত মামলা। এর বছর চারেক আগে নারী অপহরণ মামলায় গ্রেপ্তারের পর বহিস্কার হন সাধারণ সম্পাদক অসীম দেওয়ান। এবার সভাপতির বিরুদ্ধেও নারী ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর মামলা হয়েছে। যা নিয়ে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ। প্রায় চার বছর আগে অস্ত্রসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার হন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান। এরপর তাকে বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি।

সম্প্রতি নারী ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর দায়ে মামলা হয়েছে বর্তমান বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে। ভুক্তভোগির দাবি, বিয়ের স্বীকৃতি না পেলে কঠোর শাস্তি চান তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর থেকেই আত্মগোপনে জসিম। মোবাইল ফোনে জানান, তিনি ষড়যন্ত্রের শীকার। পুলিশ বলছে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আর এমন ঘটনায় বিব্রত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।এর আগে ২০১১ সালে জসিমকে সভাপতি ও অসীমকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়।