• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

নারী খুনী ‘লোল’ মুখে বিষাক্ত স্প্রে মেরে কিমকে খুন করে


প্রকাশিত: ৭:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

kim-jong-uns-brother-murdered-www.jatirkhantha.com.bdআন্তজার্তিক ডেস্ক রিপোর্টার :
নারী খুনী ‘লোল’ মুখে বিষাক্ত
স্প্রে মেরে কিমকে খুন করে।
কুয়ালালামপুর kim-jong-nam-killer-www.jatirkhantha.com.bdআন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক নারী পেছন থেকে এক ব্যক্তিকে মুখ পেঁচিয়ে ধরলেন। ওই ব্যক্তি লুটিয়ে পড়লেন এবং নারীটি দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে বিষ প্রয়োগে হত্যার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। জাপানের ফুজি টিভি ওই ভিডিওটি সম্প্রচার করেছে। এরপরেই রয়টার্স, চীনের সিসিটিভি, অস্ট্রেলিয়ার এবিসি নিউজসহ আন্তির্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

এক মিনিটেরও কম সময়ের ওই ভিডিওটিতে দেখা যায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে এক নারী পেছন থেকে এক ব্যক্তিকে মুখ পেঁচিয়ে ধরলেন। ওই ব্যক্তি লুটিয়ে পড়লেন এবং নারীটি দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন।

কয়েকজন যাত্রীকেও এ সময় পেছন থেকে দৌড়ে যেতে দেখা যায় ভিডিওতে।গত মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ম্যাকাও যেতে বিমানের জন্য অপেক্ষাকালে কিম নামকে হত্যা করা হয়।

মুখে অত্যন্ত দ্রুত কার্যকর বিষাক্ত গ্যাস স্প্রে করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে মালয়েশিয়া পুলিশ। কিম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত উত্তর কোরীয় এক নারীসহ মোট চারজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।

এই সেই ভিডিও লিংক :-

Video allegedly from CCTV’s at the Kuala Lumpur Airport shows the last moment of Kim Jong-nam