• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

‘নন্দীপাড়ায় জঙ্গিবোমাধারী’র মৃত্যু হয়েছে ৩৬ ঘণ্টার মধ্যে’


প্রকাশিত: ৭:৪০ পিএম, ১৮ মার্চ ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৩৮ বার

125
মেডিকেল রিপোর্টার : রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় জঙ্গিবোমাধারী’র মৃত্যু হয়েছে ৩৬ ঘণ্টার মধ্যে ।  র‌্যাবের চেকপোস্টে হামলাকারী নিহত যুবকের ময়না তদন্ত শেষ শনিবার (১৮ মার্চ) বিকাল সোয়া চারটার দিকে।এসময়  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এতথ্য জানান।

তার মৃত্যু কতোক্ষণ আগে হয়েছে সাংবাদিকরা জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান জানান, ৩৬ ঘণ্টার মধ্যে সে মারা গেছে। গুলির আঘাতেই যুবকের মৃত্যু হয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে Nandipara gongi-www.jatirkhantha.com.bdকরছে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগ। ডা. সোহেল মাহমুদ বলেন, ‘নিহত যুবকের শরীরে আমরা চারটি গুলির চিহ্ন পেয়েছি। এর মধ্যে তিনটি গুলি তার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে। আরেকটি ডান পায়ের সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়েছে।’

124ফরেনসিক বিভাগের প্রধান আরও জানান, ‘নিহত যুবকের পরিচয় শনাক্ত করার জন্য তার চুল এবং থাই মাসল সংগ্রহ করা হয়েছে ডিএনএ টেস্টের জন্য। হামলার আগে সে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা তা নিরূপণের জন্য তার রক্ত ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এগুলো রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। এরপর তা পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।’

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও থানা পুলিশ গাড়িতে করে ময়নাতদন্তের জন্য ওই যুবকের লাশ ঢামেক হাসপাতালে নিয়ে আসে। র‌্যাবের ভাষ্য মতে, এদিন ভোর পৌনে ৫টার দিকে ২০-২৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ওই যুবককে সন্দেহ হলে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা থামার জন্য সংকেত দেয়। সে না থামায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার ভোরে রামপুরা-ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কের মেরাদিয়া থেকে আড়াই কিলোমিটার দূরে শেখের জায়গা সড়কের মাঝামাঝি এলাকায় র‌্যাবের চেকপোস্টে এ ঘটনা ঘটে। নিহত যুবক জঙ্গি কিনা তা নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।