• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক


প্রকাশিত: ২:০১ এএম, ১১ জুন ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৪৫ বার

army chif-www.jatirkhantha.com.bdএস রহমান.ঢাকা:   সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি।তাকে তিন বছরের জন্য সেনাপ্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। ২৫ জুন দুপুরের পর থেকে তার সেনাপ্রধান হিসাবে নিয়োগ করার এই আদেশ কার্যকর হবে।

২০১৩ সালের পহেলা জানুয়ারি থেকে লে.জে. আবু বেলাল মুহম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি ঢাকায় ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ডডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালের ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৯৭৮ সালের ১৮ জুন লেফটেন্যান্ট জেনারেল বেলাল কমিশন লাভ করেন। মিলিটারি একাডেমিতে অসাধারণ সাফল্যের জন্যে তিনি তার ব্যাচে সেরা ক্যাডেট হন। তিনি ‘সোর্ড অব অনার’ লাভ করেন।

লেফটেন্যান্ট জেনারেল বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশের পর ‘ডিফেন্স স্টাডিজ’ এর উপর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস থেকে দর্শন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব প্রফেসনালস থেকে তিনি বর্তমানে ‘রিজিওনাল কানেক্টিভিটি’ বিষয়ে পিএইচডি করছেন।

লেফটেন্যান্স জেনারেল বেলাল সামরিক শিক্ষায় দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে কৌশলগত বিদ্যা, সামরিক বিজ্ঞান, যুদ্ধ কৌশল, সমরাস্ত্র ব্যবস্থা, ইউএন স্টাফ প্রসিডিউর ইত্যাদি। তিনি ঢাকার মিরপুরে ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্রের কানসাসের কমান্ড এন্ড জেনারেল স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েট করেন। তিনি এনডিসি থেকে ন্যাশনাল ডিফেন্স এবং ক্যাপসটন কোর্স সম্পন্ন করেন।

সামরিক বাহিনীতে ৩৭ বছর ধরে তিনি বিভিন্ন রকমের কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক পেশাগত কাজের সঙ্গে জড়িত রয়েছেন। রাষ্ট্রপতির এডিসি, ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর, ইনফ্যান্ট্রি ডিভিশনের চিফ অব স্টাফ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর দুটি আর্মার ইউনিট, তিনটি ব্রিগেড ও দুটি ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন তিনি। সেনাবাহিনীর সামরিক সচিব এবং এডজুট্যান্ট জেনারেল ছিলেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশ মিলিটারি একাডেমি ও আর্মর্ড কর্পস সেন্টার এন্ড স্কুলের কমান্ডড্যান্ট ও বিআইআইএসএস’র ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের বিভিন্ন সামরিক কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল বেলাল একজন অন্যতম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরাক, ইথোপিয়া ও ইরিত্রিয়ায় তিনি পর্যবেক্ষক হিসেব দায়িত্ব পালন করেন। বিভিন্ন দেশ ভ্রমণ ছাড়াও তিনি একজন চৌকষ গলফ খেলোয়াড়। স্ত্রী সোমা হক, এক মেয়ে ও এক পুত্র নিয়ে তার সুখী সংসার।