• বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫

দুর্নীতির দুই মামলায় আদালতে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া


প্রকাশিত: ১২:০২ পিএম, ২৫ মে ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

k-1বিশেষ প্রতিবেদক.ঢাকা: দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে রাজধানীর বকশিবাজারে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ জজ আদালতে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সকাল ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারপারসন। বেলা ১১টার দিকে আদালতে পৌঁছান তিনি।
বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা দুটি চলছে। মামলা দুটিতে আজ শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার শুনানি ও খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।