• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

দুদক ঝড়ে প্লট জালিয়াত রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স পরিচালক পাকরাও


প্রকাশিত: ২:৩৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

স্টাফ রিপোর্টার :  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী 22ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল রাজধানী থেকে তাদের গ্রেফতার করে।

পরিবাগের বাসা থেকে গ্রেফতার হন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী এবং গুলশানের বাসা থেকে গ্রেফতার হন পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এতথ্য নিশ্চিত করেছেন।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিঝিল থানায় বুধবার ওই মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন, আশফাক আজিজ, রাজউকের সাবেক সদস‌্য এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচএম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার।