• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

ডিভোর্সী স্বামীর জিঘাংসায় যমুনা ব্যাংক কর্মকর্তা খুন


প্রকাশিত: ১:৩৫ এএম, ১৭ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

arifa-www.jatirkhantha.com.bd

স্টাফ রিপোর্টার :  রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আরিফুন্নেছা আরিফা (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি যমুনা ব্যাংকের পল্টন শাখায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমণ্ডির সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। তিনি সেন্ট্রাল রোডস্থ আইডিয়াল কলেজের পাশে ভাড়া থাকতেন।

নিহতের বড় ভাই আল-আমিন বুলবুল জানান, চার বছর আগে রবিন নামে এক ছেলের সঙ্গে আরিফার বিয়ে হয়। সম্প্রতি তাদের ডিভোর্স হয়। এরপরও রবিন প্রায়ই তাকে উত্যক্ত করত। বৃহস্পতিবার সকালে আরিফা তার কর্মস্থলে যাওয়ার জন্য বের হলে রবিন তাকে বাসার সামনেই ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে প্রথমে ধানমণ্ডি সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি এসআই মো. বাচ্চু মিয়া জানান, অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।