• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

জো বাইডেন-জিলের ‘ঈদ মোবারক’


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৪ মে ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৮৫ বার

ঈদ মোবারক জানালেন জিল ও জো বাইডেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৪ মে) মার্কিন প্রেসিডেন্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করেন। এতে ক্যাপশনে তিনি লিখেন, ‘পবিত্র রমজান মাস শেষ হয়েছে। জিল ও আমি ঈদ উদযাপনকারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সারা বছর ভালো থাকবেন। ঈদ মোবারক।’

বৃহস্পতিবার (১৩ মি) সৌদি আরব, ইরান, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপন হয়েছে। যুক্তরাষ্ট্রেও এদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠ ও গির্জার মিলনায়তনে ঈদের জামাত হয়। এতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।