• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

জুয়ার টাকায় সম্রাট আরমানের সিনেমা


প্রকাশিত: ৬:১৬ পিএম, ৬ অক্টোবর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৬৬ বার

সাইফুল বারী : জুয়ার লাভের টাকায় ক্যাসিনো সম্রাট আরমানের মাধ্যমে সিনেমা ব্যবসা শুরু করেছিল। তাদের সিনেমা ব্যবসার প্রতিষ্ঠান ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’।এর মাধ্যমেই তারা চলচ্চিত্রে বিনিয়োগ করা শুরু করেছিল। নায়ক শাকিব খান ও নায়িকা বুবলী’কে দিয়ে সম্রাট আরমান ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমা তৈরী করে। যদিও ছবিটি তেমন বাজার পায়নি। কিন্তু দমেনি জুয়ার সম্রাট ও আরমান। তারা ‘আগুন’ নামে আরো একটি ছবি তৈরীতে হাত দেয়।

এই ছবির মহরতে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানসহ সেই আরমানও।
আজ রোববার গ্রেফতারকৃত সম্রাট ও আরমান র‌্যাব এর জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছে। অভিযোগ রয়েছে, ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী এনামুল হক আরমান হচ্ছে সম্রাটের প্রধান ক্যাশিয়ার। তার কাছেদেশে বিদেশে টাকা-ডলার লেনদেনের সব তথ্য আছে।

ক্যাসিনো জগতের পাশাপাশি সম্রাট এনামুল হক নোয়াখালীর আরমান কে নিয়ে চলচ্চিত্র প্রযোজনায় আত্মপ্রকাশ করেন।সম্প্রতি জনপ্রিয় নায়ক শাকিব খানকে কেন্দ্রীয় চরিত্রে রেখে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি লগ্নি করেছেন কয়েক কোটি টাকা। নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন। ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’ নামের চলচ্চিত্র প্রোডাকশন হাউসের প্রধান কর্ণধার আরমান।

গত ঈদুল আযহায় মুক্তি পাওয়া শাকিব খান ও বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটির প্রযোজক আরমান। এটি আরমানের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ফিল্ম। এরপর শাকিব খানের বিপরীতে নবাগতা এক নায়িকাকে নিয়ে ‘আগুন’ নামের দ্বিতীয় ফিল্মের কাজও শুরু হয় আরমানের প্রযোজনায়।রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের ঢাকায় আনা হয়। এরপর সম্রাটের অফিসসহ তার দুই বাসায় অভিযান চালায় র‌্যাব।