• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

জিএসএ নিয়োগ– ইউনাইটেড এয়ারওয়েজ ও এয়ারবিজের চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ৫:১০ পিএম, ৩০ মে ১৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৬১ বার

স্টাফ রিপোর্টার: ঢাকা ২৯ মে :

ইউনাইটেড এয়ারওয়েজ এবার পাকিস্তান এয়ারবিজ এভিয়েশন সার্ভিসেসের মধ্যে টিকিট বিক্রির চুক্তি স্বাক্ষর করেছে। ২৯ মে ইউনাইটেড এয়ারওয়েজের প্রধান কার্যালয়ে জেনারেল সেলস্ এজেন্ট (জিএসএ) এর নিয়োগ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইউনাইটেড এয়ারওয়েজ এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী এবং পাকিস্তান এয়ারবিজ এভিয়েশন সার্ভিসেস এর চিফ এক্সিকিউটিভ অফিসার ইসরাত আলী ফারুকী।
ইউনাইটেড এয়ারওয়েজের মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশন এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম জানান, জেনারেল সেলস্ এজেন্ট (জিএসএ) এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড এয়ারওয়েজ ও এয়ারবিজ এভিয়েশন সার্ভিসেস এর উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।