• বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে মন্ত্রিসভায় বিল শিগগির-আইনমন্ত্রী


প্রকাশিত: ৪:৫৩ পিএম, ৪ এপ্রিল ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০১ বার

anisul haqueস্টাফ রিপোর্টার.ঢাকা:  জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে মন্ত্রিসভায় শিগগিরই বিল উঠতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রিসভায় পাস হওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

সেমিনার শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর মতো একটি সংগঠন যাকে আদালত ক্রিমিনাল সংগঠন বলেছেন, তার বিচার পুরোপুরি থমকে আছে। এ ব্যাপারে আপনি কী বলবেন?
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে যে, এটা এখন কেবিনেট ডিভিশনে দেওয়া আছে। আপনারা একটু অপেক্ষা করেন, আমি এটুকু বলতে পারি, এটা খুব শিগগিরই মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপন করা হবে এবং এটার অনুমোদন চাওয়া হবে।’