• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

‘জনগণ ভোট দিয়েছে শপথ আমি নেব’ই’


প্রকাশিত: ১০:২৪ পিএম, ৩১ জানুয়ারী ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

বিশেষ প্রতিনিধি : ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা সুলতান মো. মনসুর আহমেদ বলেছেন, জনগণ যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই আমি শপথ নেব’ই। তবে সেটা সময়ই বলে দেবে তিনি জাতিরকন্ঠকে জানিয়েছেন। তিনি বলেন, সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে ড. কামাল হোসেন বারণ করলেও তা তিনি শুনবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মনসুর গণফোরামের প্রার্থী হিসেবে ড. কামালের নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন।

এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল বর্জন করেছে ঐক্যফ্রন্ট। তাই এ জোটের কেউ এখন পর্যন্ত শপথ নেয়নি। গত কয়েকদিন ধরেই গণফোরাম থেকে বিজয়ী দুই প্রার্থী শপথ নেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। আর আজ বৃহস্পতিবার সেই গুঞ্জন সত্য প্রমাণের আভাস দিলেন মনসুর আহমেদ। শপথ গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘জনগণ যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই আমি শপথ নেব। সেটা সময়মতো নেব।’

আজ বিকেলে মতিঝিলে কামাল হোসেনের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অনুপস্থিত ছিলেন সুলতার মনসুর। বৈঠকের পর সুলতান মনসুরের শপথ গ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘দলীয় সিদ্ধান্ত উনাদের (দুইজনকে) স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, এটা (শপথগ্রহণ) করবেন না।’

ডাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মনসুর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও হয়েছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হওয়ার পর দলীয় পদ হারান তিনি। এবার জাতীয় নির্বাচনের আগে রাজনীতিতে সক্রিয় হয়ে ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দেন তিনি।গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সিলেট-২ আসনে বিজয়ী গণফোরামের আরেক প্রার্থী মুকাব্বির খানও শপথ গ্রহণের আগ্রহ জানিয়েছিলেন। সুলতান মনসুরের মতো তিনিও আজ জাতীয় ঐক্যফ্রন্টের এই বৈঠকে ছিলেন না।