• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

গ্রেফতার বিতর্কিত মডেল ফারিয়া মৌ’রা আগাছা-


প্রকাশিত: ২:৫৯ এএম, ৩ আগস্ট ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯২ বার

গ্রেফতার মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ। বামে বিশিষ্ট অভিনেত্রী শাহনাজ খুশি

বিনোদন রিপোর্টার : বহুল আলোচিত বিতর্কিত দুই মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ গ্রেফতার নিয়ে বিশিষ্ট অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, এরা আগাছা । একজন মানুষ হঠাৎ কিছু টাকা, কিংবা ত্রাণ বিতরণ করে, অথবা মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত হয়ে, কোন রাজনৈতিক দলে নাম লেখালেই যেমন রাজনীতিবিদ হয়ে যায় না! তেমনি কেউ কোন সুন্দরী প্রতিযোগিতায় আবেদন করেছিল, অথবা সম্পর্কের সুবাধে, বা টাকা-ক্ষমতার জোরে ২-৪ টা নাটক, বিজ্ঞাপনের কোন একটা কোনায় অংশ গ্রহণ করলেই সে মডেল বা অভিনেত্রী হয়ে যায় না। এখন তো কারো অভিনয় করবার শখ থাকলেই, প্রোফাইল ফাইল-আপ করে মডেল-অভিনেত্রী লিখে। গত কয়েকদিনে কয়েকজন মডেল ও অভিনেত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে অন্যতম হলো বহুল আলোচিত দুই মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ।এসব মডেল-অভিনেত্রীর বাসা থেকে মদ, ইয়াবা, সিসাসহ নানা সামগ্রী জব্দ করা হয়।

তাদের নাইট পার্টি, মাদক সেবন ও প্রতারণার কর্মকাণ্ডের সংবাদ প্রচার হয়েছে গণমাধ্যমে।বিষয়টিতে আপত্তি রয়েছে ছোটপর্দার সুপরিচিত অভিনেত্রী শাহনাজ খুশির। তার মতে, ইচ্ছা হলেই কেউ একজন নিজের গায়ে মডেল বা অভিনেত্রীর তকমা লাগিয়ে দেন। কিন্তু অভিনেত্রী হওয়া অতো সহজ না। বিজ্ঞাপনের কোন একটা কোনায় অংশ গ্রহণ করলেই সে মডেল বা অভিনেত্রী হয়ে যায় না।এই ধরনের তথাকথিত মডেল-অভিনেত্রীকে শোবিজের আগাছা মন্তব্য করে তাদের ব্যক্তিগত উশৃঙ্খলাতাকে প্রচার করার পক্ষে নন এই জনপ্রিয় অভিনেত্রী। সোমবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেছেন শাহনাজ খুশি। যেখানে ভক্ত-অনুরাগীদের এমন সব বার্তা দিতে চেয়েছেন এ অভিনেত্রী।

তিনি লিখেছেন, রাজনীতিবিদ, অভিনেত্রী, মডেল এ বিশেষণগুলোই বিশেষিত হবার জন্য, নিজেকে সমৃদ্ধ করতে হয়! লোভ সংবরণ করে, রোজ একটু একটু করে সীমাবদ্ধ অন্ধকারকে দু-হাতে পেছনে ঠেলে, ঐতিহ্যের আলোর নিচে যেয়ে দাঁড়াতে হয়! মানুষের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়! প্রতিদিনের চর্চায় বিন্দু বিন্দু করে অভিনেত্রী-রাজনীতিবিদ হয়ে উঠতে হয়! ধারণ করতে, বহন করতে হয় সেটা, উঠাবসা, কথা, পোশাক, রুচি, পরিমন্ডল, পরিবার, দর্শন, ইত্যকার যাবতীয় সব কিছুতে! আপনি বহন করবেন আপনার আদর্শ, আর জনগণ বহন করবে আপনার আকার, প্রকার, সত্য!

অভিনেত্রী লিখেছেন, আজ সকালে মডেল ‘মৌ’ দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম! কারণ মডেল মৌ বলতে সারা দেশের মানুষ সাদিয়া ইসলাম মৌকেই জানে। অভিনেত্রী থানায়, দেখে কুণ্ঠিত হয়ে যায়! বার বার একই হেডিংয়ে বিব্রত হতে হয়, অভিনয় এবং মডেলিং পেশায় থাকা মানুষের পরিবারগুলোকে! কারো ব্যক্তিগত উশৃঙ্খলাতাকে এত প্রচার করারই বা কি আছে? তাও কিনা যখন দেশে প্রতিদিন গড়ে ২৩০ থেকে ২৪০ জন মানুষ মারা যাচ্ছে! অ্যাম্বুলেন্সগুলোর বিরামহীন লাশ এবং রোগী টানার সাইরেনে কাতর হচ্ছে সমগ্র সারা শহর, গ্রাম!খুশি বলেন, যাদের নিউজ নিয়ে এত হামলে পড়েছেন, তাদেরকে এই নিউজের আগে, ওই পরিচয়গুলোতে কেউ চিনত না, অথবা কেউ হয়তো তার কাজ থেকে সরে গেছে বহু বছর আগেই! এসব আগাছা নিরবে বেছে ফেলেন। আর হ্যাঁ, আগাছা কিন্তু আগাছাই! এর কোন আলাদা নাম নাই! আলাদা পদ নাই! না সংস্কৃতিতে, না রাজনীতিতে!