• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

গোস্বা-মন্ত্রীসভার বৈঠকে যাননি আশরাফুল ইসলাম


প্রকাশিত: ৫:১৪ পিএম, ১৩ জুলাই ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৯ বার

ashraff-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা: গোস্বা-সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দফতর হারানোর পর আজ সোমবারের মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত হননি। এরআগে, গত ৯ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দফতরবিহীন মন্ত্রী করা হয়।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে, বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রশ্নের জবাবে বলেন, ‘আজকের বৈঠকে দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন না, তার মানে এই নয় যে আগামীতে বৈঠকে তিনি থাকবেন না।’

বৈঠকে আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা? জানতে চাইলে মোশাররাফ হোসাইন সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ‘প্লিজ, আমি যা জবাব দিয়েছি তা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন।’