• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

গোল্ড স্মাগলার নাসিমা ও জেসমিনের শরীরের মিলল ৪০ সোনার বার


প্রকাশিত: ৩:০১ পিএম, ৫ জুলাই ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

বিশেষ প্রতিনিধি  :  গোয়েন্দাদের মতে ওরা নারী গোল্ড স্মাগলার। প্রফেশনাল চোরাচালানীর মত ওরা অবৈধভাবে শরীরে সোনা Woman-with-gold-bars-আনছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওদের পাকরাও করা হয়। আজ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ ২ নারী স্মাগলারকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

আজ বুধবার মাস্কাট থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে শাহজালালে পৌঁছলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের শরীর তল্লাশি করে ২০ পিস করে এই স্বর্ণ পাওয়া যায়।

প্রাথমিকভাবে জানা যায়, তাদের নাম নাসিমা ও জেসমিন। নাসিমার বাড়ি কক্সবাজারের চকোরিয়া ও জেসমিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তাদের দুইজনেরই বয়স ৩৫ বছর।