• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

খৃষ্টানদের বাসে এলোপাতারি গুলিতে ২৬ খ্রিষ্টান নিহত


প্রকাশিত: ৭:০৮ পিএম, ২৬ মে ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

কায়রো থেকে ইউ এইচ খান :  মিসরে কপটিক খ্রিষ্টানদের বহনকরা একটি বাসে বন্দুকধারীদের এলোপাতারি misor busগুলিতে অন্তত ২৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী কায়রোর ২২০ কিলোমিটার দক্ষিণে মিনইয়া প্রদেশে এ ঘটনা  ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।

প্রাদেশিক গভর্নর ইসাম এল-বেদাভি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বাসটি সেন্ট স্যামুয়েল গির্জার দিকে যাচ্ছিল এবং পথে মুখোশ পরা বন্দুকধারীরা বাসটি লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়।তিনি বলেন, হামলাকারীরা সয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, হামলায় ২৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।মিসরে গত কয়েকমাসে কপটিক খ্রিষ্টানদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে, যেসব হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তবে সর্বশেষ এই হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো পক্ষ।

এর আগে গত ৯ এপ্রিল মিসরে দুটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ৪৬ জন নিহত হয়। ওই ঘটনার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।